• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

যশোরে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০১:৫৬ পিএম
যশোরে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
ছবি - সংগৃহীত

যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটারের সঙ্গে এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, রাত অনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।


Side banner
Link copied!