• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নীলফামারীর ডিমলায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৪:১৪ পিএম
নীলফামারীর ডিমলায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নীলফামারীর ডিমলায় (০৮) বছরের শিশু ধর্ষন আলোচিত মামলার আসামি মমিনুর রহমান (২৮)কে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি চৌকস দল।রোববার (৯ জুন)সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে চালিয়ে আসামি মমিনুর রহমানকে গ্রেফতার করেন।মমিনুর উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে ও এক সন্তানের জনক। 
এর আগে গত ১৭ মে দিন দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়া কন্যা শিশুকে একই এলাকার আতোয়ার রহমানের ছেলে এক সন্তানের জনক লম্পট মমিনুর রহমান বাড়িতে একা থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করেন।ঘটনার পর পরেই ধর্ষণের শিকার শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রক্তাক্ত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।যার মামলা নম্বর-২০, তারিখ- ১৯ মে-২০২৪।সেই থেকে আসামি মমিনুর পলাতক ছিলেন।এ বিষয়ে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার পর হতেই র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও আসামিকে গ্রেফতারের চেষ্টা করতে থাকেন।এরই ধারাবাহিকতায় রোববার(৯ মে) তাকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে  গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায়।


Side banner
Link copied!