• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১০:৪৫ পিএম
হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার (৩১ জুলাই) হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে হবিগঞ্জের তিনকোনা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। 

পরে জেলা প্রশাসন নিমতলা থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, পুলিশ সুপার আক্তার হোসেন এতে বক্তব্য রাখেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করে জেলা মৎস্য বিভাগ। অনুষ্ঠানে জেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্যজীবীকে পুরস্কার তুলে দেওয়া হয়।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!