• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে বাস চাপায় এক পথচারীর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১২:১৯ পিএম
চট্টগ্রামে বাস চাপায় এক পথচারীর মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় বাস চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে। এ সময় বাস চালক পালিয়ে যায়। তবে ওই পথচারীর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Side banner
Link copied!