মতলবে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি গ্রামে ।
হাসতালাত ও পারিবারিক সুত্রে জানাযায় ২৯ সেপ্টেম্বর সন্ধায় ৬টার সময়, রাড়ীকান্দি গ্রামের খান বাড়ীর মৃত আলী রেজা খানের ছেলে রাজ মেস্তুরী লিটন খান প্রতি দিনের ন্যায় বাড়ীর পাশের বিলে মাছ ধরতে গেলে বিশাক্ত সাপ কামড় দিলে লিটন ডাকচিৎকার দেয় । পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়ী নিয়ে গিয়ে উঝা,দিয়ে ঝারফুক করে । পরে তাকে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দির্ঘক্ষন চেষ্টা করার পর মৃত ঘোষনা করেন ।
মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ২ মেয়ে রেখে গেছেন ।
দুলাভাই আবুল খায়ের বলেন আমি এবং লিটন রাজ মেস্তুরী কাজ করি আজ বিকালে সে বিলে মাছ ধরতে গেলে সেখানে একটি সাপ তাকে কামড় দেয়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে এলে ডক্তার তাকে মৃত ঘোষনা করে ।
আপনার মতামত লিখুন :