
মতলবের নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মাদক বিরোধী ও সেবামূলক সংগঠন প্রত্যাশা আয়োজনে মাদক বন্ধে সামাজিক প্রতিরোধের লক্ষে সাংগঠনিক কাঠামো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মাদক একটি পারিবারিক ও সামাজিক সমস্যা । যুব সমাজকে মরণ ব্যধী মাদক থেকে রক্ষা করতে ২১ শে ফেব্রুয়ারি বিকালে নন্দিখোলা মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের প্রফেসার ইকবাল হোসেন ।
সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী ও সংগঠক আক্তারুজ্জামান । এ সময় বক্তব্য রাখেন ঘোনা গ্রামের ব্যবসায়ী মাহবুবুর রহমান, কাচিয়ারা মাদ্রাসার অধ্যাপক ওলিউল্লাহ, নন্দীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাকির হোসেন, নন্দীখোলা মাদ্রাসর সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, নন্দীখোলা গ্রামের সংগঠক ও সমাজ সেবক শাহিন সরকার, আধারা গ্রামের সমাজ সেবক নাজির হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন আলম, পেয়ারীখোলা গ্রামের আশ্রাফ শামিম, আল আমিন , গোবিন্দপুরের সমাজ সেবক মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়নকে মাদক মুক্ত করতে আপনাদের সকলের দ্বায়ীত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে । আমাদের তরুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে হলে যার যার অবস্থান থেকে সকলকে সজাগ থাকতে হবে । আপনার সন্তান ঠিকমত লেখাপড়া করছে কিনা এবং কোথায় যায় কার সাথে মিশে প্রত্যহিক খুজ খবর রাখতে হবে । সন্ধার পর আপনার সন্তান জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া বন্ধ করতে হবে। এলাকায় যারা মাদক সেবন বা বিক্রী করে তাদেরকে চিহৃিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। সামাজিক প্রতিরোধই পাড়ে সমাজকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কমনা করেন।
আপনার মতামত লিখুন :