নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি সোনা এবং ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযানে রয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) নাটোর সার্কিট হাউস এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে স্টোর রুমের তালা ভাঙা দেখতে পান। বিষয়টি জানতে পেরে ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।
খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জানালার গ্রিল কাটা ও স্টোর রুমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৬১ লাখ ৩৯ হাজার টাকা ও সোনা ১৬ ভরি এবং ১৯ কেজি রুপা চুরি করে পালিয়ে যায়।
এর আগে তারা আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডিংগুলো বিচ্ছিন্ন করে খুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করে। পুলিশের কয়েকটি টিম চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করে।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর সার্কিট হাউসের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, প্রায় ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করে।উদ্ধার হওয়া মালামাল গণনার কাজ চলছে। একই সঙ্গে বাকি টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
আপনার মতামত লিখুন :