• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:৫৯ পিএম
মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই

শুক্রবার (২৭ জুন) বিকালে সিরাজগঞ্জ পৌরসভার জানপুর মধ্যপাড়ার শিশু ও কিশোরদের খেলাধূলায় উৎসাহ দিতে তাদেরকে একটি উন্নতমানের ফুটবল উপহার প্রদানকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান বলেন -মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শরীর ও মন সচল থেকে। মানসিক উদ্দীপনা বৃদ্ধি পায়।


এ সময় স্থানীয় বিএনপি নেতা মো .আজিজুল হক  ও আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

যেই সমাজে পর্যাপ্ত খেলাধুলার জায়গা আছে সেই সমাজের তরুণরা কখনো সমাজের বোঝা হয়ে দাঁড়ায় না। বরং তরুণরা গড়ে তোলে এক আলোকিত সমাজ। 
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!