• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:৪১ পিএম
সিরাজগঞ্জে ৯ বছরের  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তিন সন্তানের জনক বাবলুর বিরুদ্ধে। 

নাবালক শিশু সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ য় শ্রেণির ছাত্রী।

বাবলু একই এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে।

এই ঘটনাটি ধামাচাঁপা দিতে স্থানীয় কতিপয় একটি চক্র উঠেপড়ে লেগেছে এবং ভিক্টিমের পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে এলাকাবাসির অভিযোগ।

শনিবার ( ৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটেছে ।

শিশুর দাদা নুরনবী জানান, শনিবার সকালে আমার নাতনিকে বাবলু ডেকে নিয়ে বাড়ির উত্তর পাশে মরিচের ক্ষেতে নিয়ে যায়। বাবলু ও তার স্ত্রী শিশুটিকে নিয়ে মরিচের টাল পরিস্কার করতে থাকে। এসময় বাবলুর স্ত্রী বাড়ি চলে গেলে এই সুযোগে বাবলু শিশুটির সদাই খাওয়ানোর প্রস্তাব দেয়।

শিশুটি সদাই না খেতে চাইলে বাবলু শিশুটির গোপনাঙ্গে হাত দেবার চেষ্টা করে। এইভাবে একাধিকবার একই কাজ করার চেষ্টা করলে শিশুটি বাধা দেয়।

পরে শিশুটিকে বাবলুর বাড়ির ঘরে নিয়ে আসে। শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে বাবলুর বাড়ি থেকে দৌড়িয়ে চলে আসে। এই ঘটনা দাদীকে বলে শিশুটি। শিশুটির দাদী বিষয়টি গুড় ব্যবসায়ী ফারুক লিটনসহ এলাকার মুরুব্বিদের অবগত করেন। বিষয়টি আপোষ মিমাংশার জন্য চেষ্টা চলছে।

এ বিষয়ে গুড় ব্যবসায়ী ফারুক লিটন জানান, রোববার ঘটনাটি মিমংশার কথা ছিল কিন্তু বৃষ্টির কারনে সম্ভব হয়নি।

এলাকাবাসি অভিযোগ করে বলেন-বাবলু ইতিপুর্বেও এধরনের ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় বার বার একই ঘটনা ঘটেচ্ছে। এই ঘটনাটি আজ সোমবার রাতে শালিশী বৈঠক হবে বলে লিটন জানান।

এ ব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান সাংবাদিককে বলেন - বিষয়টি আপনাদের কাছে শুনলাম । বিষয়টি দেখছি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!