• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে নওদা ফুলকোচা গ্রামে লাউ গাছের সাথে শত্রুতা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৪:১০ পিএম
সিরাজগঞ্জে নওদা ফুলকোচা গ্রামে লাউ গাছের সাথে শত্রুতা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামে পুর্ব শত্রুতার জেরে ১০ শতক জমিতে রোপণকৃত লাউ গাছের মাচা দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে ফেলে কৃষকের অপুরনীয় ক্ষতিসাধন করেছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে এলাকার দুর্বৃত্তের হাতে এ ক্ষতিসাধিত হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. সুজাবত আলী জানান. লাভের স্বপ্ন নিয়ে ১০ শতক জমিতে লাউ গাছ লাগিয়েছিলাম। এতে আমার প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়। ইতিমধ্যে লাউ এর ভাল ফলন হচ্ছিল। একদিন পর পর লাউ তুলে তা হাটে বিক্রি ৫ হাজার টাকা বিক্রি করেছি। সামনের ১ মাস লাউ বিক্রি করে আনুমানিক আয় হবে ৫০ হাজার টাকা। দুর্বৃত্তরা গাছের সাথে শত্রুতা করে মঙ্গলবার রাতের অন্ধকারে ১০ শতক জমিতে রোপণকৃত লাউ গাছের গোড়া উপড়ে ফেলে। সবজির বাজার যখন চড়া তাই পুর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। কৃষকের একমাত্র উপার্জনের পথ যারা বিনষ্ট করে তাদের বিচারের দাবী জানাই।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলিমুল হক বলেন - লাউ কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। কেবা কারা এ ঘটনা ঘটিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। তাই কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থ কৃষককে ২০ কেজি সার ও বীজ প্রণোদনা হিসাবে সহযোগীতা করবো।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!