
মানুষের কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জ কাজিপুর -১ আসনে এমপি প্রার্থী ট্রাক মার্কায় মনোনয়ন প্রত্যাশি সাহসী নারী যোদ্ধা গণঅধিকার পরিষদ ( জিওপি)' র সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব মোছা. সোনালী আক্তার মল্লিকা গণসংযোগ করছেন।
গণঅধিকার পরিষদ এর এমপি প্রার্থী হিসাবে সিরাজগঞ্জ কাজিপুর -১ আসনের সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও ভালবাসা কামনা করেছেন মোছা. সোনালী আক্তার মল্লিকা।
সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের স্থায়ী বাসিন্দা ও সদর উপজেরার রকনকান্দি ইউনিয়নের রুপের বেড় গ্রামে অস্থায়ীভাবে বসবাস করে আসছেন।
মল্লিকার বাবা ছিলেন একজন সহজ সরল কৃষক মরহুম আমজাদ হোসেন মাতা গৃহিনী জবেদা খাতুন। তিনি সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে ঢাকা ওয়ার্ল্ড ব্যাংক এর এ্যাসোসিয়েট অফিসার এডমিন চাকুরীতে নিয়োজিত রয়েছেন।
সোনালী আক্তার মল্লিকা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে রাজনীতিতে অংশ নেন। স্বৈরশাসক শেখ হাসিনা পতনের আন্দোলনের সক্রীয় ভুমিকা পালন করেন।
গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ কাজিপুর - ১ আসনে এমপি পদে ট্রাক মার্কা মনোনয়ন প্রত্যাশি। তিনি মনোনয়ন পেলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন দুস্থ অসহায় মানুষের সরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিতসহ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
সোনালী আক্তার মল্লিকা বলেন -গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নুরল হক নুর একজন আদর্শবান নেতা হিসাবে তার নেতৃত্বে কাজ করেছি। নুরুল হক নুর সুবিধা বঞ্চিত মানুষের কথা বলেন এবং গণতন্ত্র প্রতিঠা মানুষের সুখ দু:খে পাশে থেকে মানবিক কাজ করার মন মানসিকতা নিয়ে রাজনীতিতে মাঠে নেমেছেন। তার আদর্শে অনুপ্রানিত হয়ে কৃষক পরিবারের মেয়ে হিসাবে সিরাজগঞ্জ কাজিপুর - আসনের এমপি পদে মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয় হতে এলাকার মানুষের সাড়া পেয়েছি। তিনি এমপি পদে মনোনয়ন পেতে গণসংযোগ করছি। আমার নির্বাচনী এলাকায় সাধারন মানুষ আমাকে পেয়ে উৎসাহিত হয়ে আমার ডাকে সারা পাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে এলাকাবাসির দোয়া ও সহযোগীতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :