• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

চট্টগ্রামে থানার ব্যারাকের টয়লেট থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৫ পিএম
চট্টগ্রামে থানার ব্যারাকের টয়লেট থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের টয়লেট থেকে মো. অহিদুর রহমান (এএসআই) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে টয়লেটের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতের ডিউটি শেষে সকালে ব্যারাকের টয়লেটে যান অহিদুর। সকাল সাড়ে ৮টার দিকে আরেক পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার সময় দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। উঁকি দিয়ে ভেতরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টি থানায় জানান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামসুদ্দীন আহমেদ শিবলু বলেন, অহিদুরের গলার ডান পাশে ঝুলন্ত দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, “নাইট ডিউটির পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। সেখান থেকে দীর্ঘসময় বের না হওয়ায় দরজা ভেঙে তাকে ফাঁস অবস্থায় উদ্ধার করা হয়।”

এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—প্রাথমিকভাবে পুলিশ সে বিষয়ে কিছু জানাতে পারেনি।

নিহত এএসআই অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। দুই মাস আগে তিনি চকবাজার থানায় যোগ দিয়েছিলেন।


Side banner
Link copied!