• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

চাঁদপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতি: ফেনী থেকে এজাহারভুক্ত যুবক গ্রেফতার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:০০ পিএম
চাঁদপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতি: ফেনী থেকে এজাহারভুক্ত যুবক গ্রেফতার

চাঁদপুরের হাইমচরে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে সংঘটিত ডাকাতির ঘটনার মামলায় এজাহারভুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেনী সদর থানা এলাকার জোড়পুল থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি মুক্তার উজ্জামান (৩৬), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর হাইমচর উপজেলার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার পর পুলিশ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অভিযানে নামে। গোপন সূত্রে জানা যায়—মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে ফেনীর জোড়পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “ডাকাতির ঘটনার পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা সম্ভব হয়। দ্রুত অভিযানের ফলে অন্য জেলায় পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলায় জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!