• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

আদালতের মামলা তোয়াক্কা না করে জবরদখল ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি


FavIcon
আব্দুল মান্নান খান :
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৫১ পিএম
আদালতের মামলা তোয়াক্কা না করে জবরদখল ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি

আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে জবরদখল দখল ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া অভিযোগ পাওয়া গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি দাস বাড়ি শ্রীবাস দাস গংদের প্রতিপক্ষ নিরঞ্জন দাস গংদের বিরুদ্ধে।
সরেজমিনে ঘটনার বিবরণে জানাযায়,  মতলব দক্ষিণ উপজেলার উপাদি মৌজায় গতবছর  বিএস জরিপ শুরু হয়। জরিপ চলাকালে শ্রীবাস গংদের মালিকানা ভোগদখলীয় সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি করেন একই বাড়ির নিরঞ্জন দাস গংরা।  একারণে বেশ কয়েকবার দেনদরবারসহ মাপজোখ হলেও কোন কিছুই তোয়াক্কা করেনা প্রতিপক্ষের লোকজন।  
উপায়ন্তর না পেয়ে গতবছর জুন মাসে চাঁদপুরের সহকারী জজ আদালত মতলবে একটি বন্টন মামলা দায়ের করেন শ্রীবাস গংরা। মামলা নাম্বার ২১৫/২০২৪ইং।
এরিই মাঝে বেশ কয়েকবার জবরদখলের চেষ্টায় মারামারির ঘটনাও ঘটায় প্রতিপক্ষের লোকজন।  এরই ধারাবাহিকতায় এবছরের গত ৫ ডিসেম্বর শ্রীবাস গংরা একটি বিয়ের অনুষ্ঠানে গেলে প্রতিপক্ষের লোকজন ভোগদখলীয় বাড়ি ও বাগানের মাপজোখ করে দেয়া খুটি তুলে ফেলে দেয় এবং কিছু যায়গায় হস্তক্ষেপ করেন।
পরে সাংবাদিকসহ এলাকার গন্যমান্যদের বিষয়টি অবগত করার জন্য নিয়ে গেলে উপস্থিত লোকজনের সামনেই বাড়িঘর জ্বালিয়ে দেয়াসহ জবরদখলের হুমকি দিতে দেখা যায় প্রতিপক্ষের নিরঞ্জন দাস গংদের।

 
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!