চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এসব সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
জানা যায়, সিগারেটগুলো এক হাজার ৫১৪ কার্টনে দুবাই এবং শারজাহ হতে আনা হয়েছিল। এর মধ্যে দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর-বিএস ৩৪৪ এর যাত্রী মিজানুর রহমান থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ান থেকে ২৭০, রেজাউল করিম থেকে ২৩৯, সালাউদ্দিন থেকে ২৫০ এবং শারজাহ থেকে আসা ফ্লাইট জি ৯৫২০ হতে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।
সিগারেটের চালানটি জব্দ করে ডিটেনশন মেমো মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। জব্দ সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আপনার মতামত লিখুন :