শরীয়তপুরের জাজিরার মুলাই ব্যাপারী কান্দি এলাকায় ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় গতকাল গভীর রাতে এস আই আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে আরো অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাজিরা থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনার পর থেকে সাধারন মানুষ সহ এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে।
এদিকে ঘটনার আলামত সংগ্রহে উপজেলার মুলাই ব্যাপারী কান্দি গ্রামে কাজ করেছে পুলিশের সিআইডির ক্রাইমসিন বিভাগের বোমা বিশেষঞ্জ দল। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন পুলিশের সিআইডির ক্রাইমসিন বিভাগের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তাঁরা বিস্ফোরণে লন্ডভন্ড হওয়া ঘর ও চার দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত বোমা তৈরীর সরঞ্জাম ও আলামত সংগ্রহ করেছেন।
জাজিরা থানা ও স্থানীয় সুত্রে জানা যায়,জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে নবনির্মিত একটি বসতঘরের মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে সোহান ব্যাপারী (৩২) নামের এক যুবক নিহত হয়। আহত অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন আরও ৩ জন। তাঁদের মধ্যে নবীন হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেলে মারা যায়। গুরুতর আহত নয়ন মোল্লাসহ বাকীদের চিকিৎসা চলছে।
নিহত সোহান মুলাই ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ব্যাপারীর ছেলে ও নবীন হোসেন একই এলাকার রহিম সরদারের ছেলে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতরা বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থক। যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে, সেটি কুদ্দুস বেপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক ব্যাপরীর ছেলে সাগর ব্যাপারী। ঘটনার পর থেকে সাগর ব্যাপারী পলাতক রয়েছে।
স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিলাশপুর ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও সেচ্ছা সেবক লীগ নেতা আবদুল জলিল মাদবরের মধ্যে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশের বেশ কয়েকটি ইউনিট বিলাশপুর এলাকায় কাজ করছি। ওই ঘটনায় কারা জড়িত তা খোঁজার চেষ্টা করছি।আমরা সন্দেহভাজন তিন জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। জাজিরা থানার এস আই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য সিআইডির ক্রাইমসিন বিভাগের বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে।
আপনার মতামত লিখুন :