• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়ায় ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০২:০৮ পিএম
বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়ায় ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে মানুষ ও ব্যক্তিগত গাড়ি। তাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।
সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এই চিত্র দেখা যায়। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিধিনিষেধে জরুরি সেবার যানবাহন পারাপারের জন্য সীমিত সংখ্যক ফেরি চলাচলের সুযোগে এসব যাত্রী ও ব্যক্তিগত গাড়িগুলো পারাপার হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দীন বলেন, এই রুটে জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। সেই সুযোগে কিছু যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল উঠছে। তবে ব্যক্তিগত গাড়িগুলো যথাযথ কারণের প্রমাণ দিতে পারলেই কেবল ফেরির টিকিট পাচ্ছে।


Side banner
Link copied!