
আবারও নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত প্রাক্তন পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। নতুন কাজে নাম লিখিয়েছে তিনি। সেই আগের সানির দেখা মিলবে এখানে। এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ‘কামসূত্র’ নামের একটি ওয়েব সিরিজে।
ভারতীয় এক গণমাধ্যমের খবর, এবার একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’তে সানি লিওন অভিনয় করবেন। এরই মধ্যে নির্মাতার সঙ্গে এই বিষয়ে সানি লিওনের আলোচনাও হয়েছে।
একতা কাপুরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করলেন তিনি সানি লিওনকেই নিবেন। আগে এই নির্মাতার ‘রাগিণী এমএমএস’ ছবিতে অভিনয় করেছিলেন সানি।
কামসূত্র প্রাচীন ভারতীয় পণ্ডিত মল্লনাগ বাৎস্যায়নের লেখা সংস্কৃত সাহিত্য। এই বইটি থেকেই একতা ওয়েব সিরিজ বানাতে চান।
এর আগে ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’৷ অন্যদেশে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের সেন্সরের চৌকাঠ পেরোতে পারেনি ছবিটি। এবার দেখা যাক ওয়েব সিরিজটির ভাগ্যে কী জোটে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :