• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

আবারও এক হয়েছে মার্ভেল ও সনি, মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান মুভি


FavIcon
নিউজ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৫:০৪ পিএম
আবারও এক হয়েছে মার্ভেল ও সনি, মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান মুভি

আগস্ট মাসে হঠাৎই আসে খারাপ খবরটি। শোনা যায় কিছু অভ্যন্তরীন সমস্য়া তৈরি হওয়ায় আলাদা হয়ে যাচ্ছে মার্ভেল স্টুডিও এবং সনি পিকচার্স। ভবিষ্যতে হয়তো আর তাদের আয়োজনে মুক্তি পাবে না কোনো স্পাইডারম্যানের সিনেমা।

সুখবর হলো, সব বাজে অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবারও এক হয়েছে মার্ভেল ও সনি। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা জুটি হয়েছে পুনরায়। তারা এক হয়েছে স্পাইডারম্যান নির্মাণ প্রসঙ্গেও।

সনি পিকচার্স এন্টারটেনমেন্ট এবং দ্যা ওয়াল্ট ডিজনি স্টুডিও একত্রে ঘোষণা করেছে মার্ভেস স্টুডিও এবং তার বর্তমান প্রেসিডেন্ট কেভিন ফেইজ একসঙ্গে প্রযোজনা করবে ‘স্পাইডারম্যান : হোমকামিং’ সিরিজ।

টম হল্যান্ড অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের ১৬ জুলাই। এই ছবিতে বিনিয়োগ করবেন অ্য়ামি পাসকাল। এই প্রজেক্ট গতি পাওয়ায় নিজের আনন্দ জাহির করেছেন কেভিন ফেইজ। জানালেন, তিনি এবং মার্ভেল স্টুডিওর প্রত্যেকেই এক্সসাইটেড এই ছবিটি নিয়ে।

নতুন এই ছবিটিতে থাকবে অনেক রোমাঞ্চকর দৃশ্য। টানটান সংলাপে উত্তেজনায় মুড়িয়ে রাখা হবে সিনেমাটি। এতে অভিনয়শিল্পী বাছাইয়েও চমক দেখাকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।


Side banner
Link copied!