• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে আলোকিত নিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


FavIcon
জহুরুল ইসলাম,সিরাজগঞ্জ:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ০৬:৪০ পিএম
সিরাজগঞ্জে আলোকিত নিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘আলোকিত নিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে সিরাজগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে ‘আলোকিত নিউজ টোয়েন্টিফোর ডটকম’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম বিপিএম।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম তফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু দাউদ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুল্লাহ, ‘আলোকিত নিউজ টোয়েন্টিফোর ডটকম’র প্রকাশক মাহমুদ খান সুমন, ব্যবস্থাপনা সম্পাদক কে. এম মাসুদ রানা, বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, কাজীপুর প্রতিনিধি আব্দুস সোবহান চাঁন, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার সুমন মৃধা প্রমুখ।

 


Side banner
Link copied!