 
           
 
  -20231106093927.jpg) 
           স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সনদও আমরা পেয়েছি। ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, সেটা আমরা ফলো করেছি। মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনেও আমরা বিশেষভাবে কাজ করেছি। একই সঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত হয়েছে।
আজ (৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর মুক্ত হওয়া ও ফাইলেরিয়ামুক্ত-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে প্রদান করেছি। তারা রিভিউ করে দেখেছে, বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। এ কারণে গত ৩০ অক্টোবরের ডব্লিউএইচও আমাদের সনদ প্রদান করে। পৃথিবীর অন্য কোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি। আমরা একই সঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি।
 
     
    -20251027163519.jpg) 
    -20251027162959.jpg) 
    -20251027162443.jpg) 
     
     
     
     
     
     
    -20251023050335.jpg) 
     
    -20251022111906.jpg) 
    -20251022111208.jpg) 
    -20251022085043.jpg) 
     
    -20251022072717.jpg) 
    -20251022072247.jpg) 
    -20251022071857.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :