• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রমজান মাসে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:৪৯ পিএম
রমজান মাসে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে হাইকোর্টে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বিকেল সোয়া ৩টায়।

এছাড়া, আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময়ও নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুরে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই সময়সূচি সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়েছে। তবে শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে।

এদিকে, সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্টই নির্ধারণ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা রমজান মাসে সবার সুবিধার্থে সময়সূচি সহজ এবং সঠিকভাবে নির্ধারণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!