
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার দাবিতে টানা ১০ দিন ধরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠনটির কর্মচারী ইউনিয়ন ও তাঁর সমর্থকরা। এতে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে।
আজ রবিবার সকাল ১০টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
তারা সে সময় ইশরাককে মেয়রদের দায়িত্ব বুঝিয়ে দিতে স্লোগান ধরেন।আন্দোলনকারীদের ভাষ্য, ‘মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না।’
আন্দোলনরত একজন বলেন, ‘আমরা চাই, ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান করে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব। এর আগে আন্দোলন চলবে।
শ্রমিক-কর্মচারীদের কর্মসূচির কারণে নগরবাসী সেবাবঞ্চিত হচ্ছেন কি না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্দোলনকারীদের মধ্যে আবদুল কাইয়ুম নামের একজন বলেন, ‘আমাদের আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না। যারা নিয়ম অনুযায়ী, তাদের দায়িত্ব পালন করছে না, ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। তাদের কারণেই আন্দোলন, তারাই এর জন্য দায়ী।’
আজ সকালেও নগর ভবনের নিচতলার মূল প্রবেশপথসহ অন্য প্রবেশপথগুলো তালাবদ্ধ ছিল।নগর ভবনের মূল ফটকেও তালা ঝুলতে দেখা যায়। পাশের পকেট গেট নিয়ে মানুষজন ভেতরে যেতে পারছেন। তবে ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা।
নগর ভবনে ডিএসসিসির অঞ্চল-১ এবং অঞ্চল-৪-এর কার্যালয়েও কর্মবিরতি কর্মসূচির কারণে সেবা বন্ধ।
নগর ভবনের মধ্যে অবস্থিত স্থানীয় সরকার বিভাগ অফিস ১৫ মে থেকে বন্ধ রয়েছে।স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তখন থেকে অফিসে আসতে পারছেন না বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :