• ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বনানীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৮:০৬ পিএম
বনানীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

রাজধানীর বনানীতে কংক্রিট রেডি-মিক্সের ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেছে বলে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন।এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিস লিমা খাতুন বলেন, আমরা খবর পেয়ে দুই জনের লাশ উদ্ধার করি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।


Side banner
Link copied!