• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভবনের ছাদে ছিল টিনশেড, দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৫৮ এএম
ভবনের ছাদে ছিল টিনশেড, দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী

রাজধানীর পুরানা পল্টনে ১১ তলা বিশিষ্ট সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে যেখানে আগুন লেগেছিল সেখানে দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিট নাগাদ লাগা ওই আগুন পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে। 

আগুন নিয়ন্ত্রণের পর এক সংবাদ সম্মেলনে  মো. ছালেহ উদ্দিন জানান, ভবনের ছাদজুড়ে থাকা টিনশেড ঘরের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। ঘরটিতে ছিল কেবল একটি দরজা, ছিল না পর্যাপ্ত ভেন্টিলেশন—যার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।

তিনি আরো বলেন, ভবনের ওপরের তলায় পানির চাপ কম থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়ে। তবে ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে তিনি জানান, ভবনে কেউ আটকে পড়েনি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আগুন যদি নিচতলায় লাগত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।ভাগ্যক্রমে ছাদে লাগায় বাসিন্দারা নিরাপদে বের হতে পেরেছেন।’ তিনি আশপাশের ভবনের ছাদে অবৈধ স্থাপনার বিষয়ে নজরদারির আহ্বান জানান।


Side banner
Link copied!