
ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। আর এ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই টাইগ্রেসদের জন্য ৩৫ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন ঘোষণা দেন তিনি। ভারতের বিপক্ষে সর্বপ্রথম ওয়ানডে জয় এবং ফারজানার সেঞ্চুরিসহ ক্রিকেটারদের দুর্দান্ত খেলার জন্যই এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি জানান, ভারতের বিপক্ষে নারী ক্রিকেটারদের সাফল্যের জন্য পুরো দলকে ২৫ লাখ টাকা পুরস্কার দিবে বিসিবি। এ ছাড়া সেঞ্চুরিসহ টাইগ্রেসদের ব্যক্তিগত অর্জনের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :