• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

শ্রীলংকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৬:১৩ পিএম
শ্রীলংকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
ছবি - সংগৃহীত

ফুটবল ফেডারেশনের ওপর রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আর কোনোদিন হবে না, এই নিশ্চয়তা পাবার পর শ্রীলংকান ফুটবলের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফুটবল ফেডারেশন অব শ্রীলংকা (এফএফএসএল) এ তথ্য নিশ্চিত করেছে।
জানুয়ারিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যপারে ফিফার কাছ থেকে লিখিত চিঠি পেয়েছে শ্রীলংকা। চিঠিতে ফিফা জানিয়েছে এফএফএসএল তাদের আগামী মাসে সুষ্ঠ নির্বাচনের ব্যাপারে আশস্ত করেছেন। একই সঙ্গে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ ছাড়া ফেডারেশনের কার্যক্রম পরিচালনার ব্যপারে শ্রীলংকা ক্রীড়া মন্ত্রাণালয় ফিফাকে নিশ্চয়তা দিয়েছে। 
এফএফএসএল এক বিবৃতিতে বলেছে, আগামী ২৯ সেপ্টেম্বর ফেডারেশনের নির্বাচনের আগ পর্যন্ত পুরো পরিস্থিতি পর্যবেক্ষনে রাখবে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বর্তমান ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী শ্রীলংকা পুরুষ দল ২৪০তম ও নারী দল ১৫৩তম অবস্থানে রয়েছে।


Side banner
Link copied!