• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৩:৪৮ পিএম
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি - সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েই ছিল শঙ্কা। অনিশ্চয়তার মাঝেই শেষমেশ হাইব্রিড মডেলে গত ৩১ আগস্ট পর্দা উঠেছিল টুর্নামেন্টটির। দেখতে দেখতে এবার পর্দা নামার দ্বারপ্রান্তে। শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে ফাইনালের আগে দুই দলেই এসেছে চোটের হানা। ইনজুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেছেন স্পিনার মাহেশ থিকসানা। অন্যদিকে বংলাদেশের বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচে রান তাড়া করতে গিয়ে চোটে পড়েন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে দুই দলই আজই মাঠে নেমেছে একাদশে পরিবর্তন নিয়ে। 
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর 
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও দুশান হেমান্ত।


Side banner
Link copied!