• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সাকিবকে রেখে বিসিবির দল ঘোষণা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৭:৪১ পিএম
সাকিবকে রেখে বিসিবির দল ঘোষণা

অনেক আলোচনা আর জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে রেখে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাওয়ালপিন্ডি ও করাচিতে হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে।প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।


Side banner
Link copied!