• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:৩৯ পিএম
টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামে এক স্থানীয় যুবদলের নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৮ মে) রাতে এ অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমের সময় থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় আরোহী মো. ইকরামকে আটক করা হয়। তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বায়ুরোধী প্লাস্টিক মোড়ানো এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। 

 

এতে আরো জানানো হয়, আটক ইকরাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, টাকার বিনিময়ে এসব ইয়াবা পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তিনি।বিজিবি জানায়, আটক ইকরাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


Side banner
Link copied!