• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:৩৪ পিএম
রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর আগাসাদেক রোডের ৫ দোকানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১ হাজার ৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন এ বিশেষ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর অভিযানে আটকরা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনা-বেচা শুরু হয়ে যেত।

 

তারা আরো জানান, সালসাগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। এগুলো মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল।অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক সেবন করতে আসা বেশিরভাগই অল্পবয়সী যুবক।


Side banner
Link copied!