• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নিরাপত্তার কারণে’ ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:৪৬ পিএম
নিরাপত্তার কারণে’ ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন। সন্ত্রাসী হুমকির প্রক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহেদী ফাউন্ডেশন প্রতিবছর ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মধ্যে রমজান মাসে খাদ্য সামগ্রী এবং কোরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে।ফাউন্ডেশনের এ কর্মসূচি শুধু ঝিনাইদহেই নয়, বরং সারা দেশে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর রামজান মাসে প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ঈদে মাংস বিতরনের জন্য ৪০০ গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছিল। এরইমধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও করা হয়েছে।কিন্তু কর্মসূচির প্রস্তুতি চলার সময় গত ২৭ মে  দুপুরে ২৪-২৫টি মোটরসাইকেল করে প্রায় ৫০ জনের বেশি সন্ত্রাসীদের একটি দল প্রস্তুতি স্থলে আসে। হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা মাংস বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের  কিংশুক ইট ভাটায় মহড়া দেয়। ওই সময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আপাতত মাংস বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Side banner
Link copied!