
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। সেই সঙ্গে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে।এ ছাড়া সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এতে করে সাংবাদিকরাও প্রবেশ করতে পারছেন না সচিবালয়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে মোহসিনুল করিম নামে এক সাংবাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘গণতন্ত্রের ঠেলায় গণমাধ্যম কর্মীরাও ঢুকতে পারবেন না সচিবালয়ে।’
আপনার মতামত লিখুন :