• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ময়মনসিংহে ‘আলাদীনের চেরাগ’ স্টাইলে কোটিপতি ক্যাশিয়ার এনামুল হক (পর্ব-০১)


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:২৬ পিএম
ময়মনসিংহে ‘আলাদীনের চেরাগ’ স্টাইলে কোটিপতি ক্যাশিয়ার এনামুল হক (পর্ব-০১)

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ার মো. এনামুল হককে ঘিরে উঠেছে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্বল্প আয়ের সরকারি কর্মচারী হয়েও অস্বাভাবিক গতিতে কোটিপতি বনে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই একে ‘আলাদীনের চেরাগ’ পাওয়ার সঙ্গে তুলনা করছেন।

বিশ্বস্ত সূত্রের দাবি, ক্যাশিয়ার এনামুল হক সম্প্রতি নগরীর অভিজাত এলাকায় ‘স্বপ্ন টাওয়ার’ নামে একটি দৃষ্টিনন্দন ১১ তলা আলীশান ভবন নির্মাণ করেছেন। আভিজাত্যে মোড়া এই ভবনটি ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে—একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ারের পক্ষে এ ধরনের ব্যয়বহুল স্থাপনা নির্মাণের অর্থের উৎস কোথায়?

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে আর্থিক লেনদেন, বিল উত্তোলন ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন এনামুল হক। তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহল ও স্থানীয়দের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে এ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। তা না হলে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে বলে আশঙ্কা করছেন তারা।  


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!