
'ঢালিউড কুইন' অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের বিচ্ছেদ হয়েছে অনেকদিন। কিন্তু এখনও বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা হয়। সম্প্রতি কলকাতা গিয়েও শাকিব প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা হয় অপুর।
জীবনে টানাপোড়েন থাকবেই। সরল রেখার মতো কারো জীবনই নেই। তারকারাও এর বাইরে নয়। অপুর জীবনও নানা ঘটনায় ভরপুর।
আপনি আর শাকিব খান সন্তানের কো-প্যারেন্টিং করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই আবার শাকিব ওকে নিয়ে আসে, এভাবেই চলছে।’
অপু ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তারা কি বিবাহিত? এমন প্রশ্নে অপু বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’
শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন হয় তা শুনতে কেমন লাগে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কীসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি এটাকে সাধুবাদই জানাই।’
সূত্র: আনন্দবাজার
আপনার মতামত লিখুন :