• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রায় ৫০ জন অভিবাসীর মৃত্যু


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৮ পিএম
ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রায় ৫০ জন অভিবাসীর মৃত্যু

মধ্য ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৫০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেঁচে থাকা একজনের অ্যাকাউন্টের বরাত দিয়ে টাইমস অফ মাল্টা এ তথ্য জানিয়েছে।

মাল্টার সশস্ত্র বাহিনী সংবাদপত্রকে জানায়, শুক্রবার তিউনিসিয়ার একটি পণ্যবাহী জাহাজের মাধ্যমে একজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়।
 
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, একজন জীবিত ব্যক্তিকে মাল্টায় উদ্ধার করা হয়েছে। তার মতে, ৫০ জনের মৃত্যু হয়েছে। অভিবাসীরা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় ২৪ ঘন্টা পানিতে কাটায় বলেও জানানো হয়। 
 
অ্যালার্ম ফোন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসীদের জন্য একটি স্বাধীন সহায়তা গোষ্ঠী, মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সে এ তথ্য নিশ্চিত করেছে।
 
গত সপ্তাহে, অ্যালার্ম ফোন আরও জানায়, তিউনিসিয়া থেকে ছেড়ে যাওয়া কমপক্ষে তিনটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ভূমধ্যসাগরে প্রায় ১৫০ জন নিখোঁজ হন। ডুবে যাওয়া নৌকাটি তাদের মধ্যে একটি ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 


Side banner
Link copied!