• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দুর্নীতির অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৩১ পিএম
দুর্নীতির অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক দুই সেনা কর্মকর্তা— আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে কারণেই আদালত এই নির্দেশ দিয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ছয়জন হলেন— হাবিবুর রহমান খানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থসংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।

দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মো. মাসুদ, হাবিবুর রহমান খানসহ অন্যরা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। এসব ঘটনার অনুসন্ধান চলমান। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র জানায়, দুদক ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!