• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৬:২৬ পিএম
আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
ছবি - সংগৃহীত

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ জন এবং ঢাকার বাইরের ২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১ হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৬৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।


Side banner
Link copied!