
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা মো. হাসানের মরদেহ আজ ফিরছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহটি এসে পৌঁছবে।
তার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ও মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। এ সময় উপস্থিত করবেন মরহুমের পরিবারের সদস্য ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা।এরপর তার মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সেখানে রাত ৮ টা থেকে ৯টার মধ্যে জানাজা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সন্ধ্যা সোয়া ৬ টায় শহীদ হাফেজ হাসানের কফিন হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে।পরবর্তীতে বিমানবন্দরে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে, তার কফিন শহীদ মিনারে আনা হবে তার প্রথম জানাজার জন্য।
গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হন হাসান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন হাসান।
জানা যায়, শহীদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন নোয়াখালী সার্বিক ব্যবস্থা নিয়েছে।
আপনার মতামত লিখুন :