• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভুল নীতির কারণে বিএনপির মধ্যে বিভক্তি : কাদের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ১২:৫৬ পিএম
ভুল নীতির কারণে বিএনপির মধ্যে বিভক্তি : কাদের
ছবি - সংগৃহীত

বিএনপির ভুল নীতির কারণে দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রাজধানীর ধানমন্ডিতে আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি।
কারওয়ান বাজারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বর্ষীয়ান এ নেতাকে বহিষ্কার করে বিএনপি।
এমন বাস্তবতায় মাঠের রাজনীতিতে সবচেয়ে বড় প্রতিপক্ষের সমালোচনা করে ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘সারা বাংলাদেশে আজকে নির্বাচনি পরিবেশ অত্যন্ত উৎসাহব্যাঞ্জক এবং শত বাধানিষেধের মধ্যে আন্দোলনের হুমকি, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, এই পরিবেশেও মানুষ কিন্তু নির্বাচনবিমুখ হয়নি এবং আজকে বিএনপির এক দফা, তাদের এক দফা আজকে গভীর গর্তে পড়ে গেছে এবং তাদের যে আন্দোলন, সে আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। যত চেষ্টাই করুক, আজকে তারা আবারও আন্দোলনের ডাক দিয়ে যে নেতা-কর্মীদের তারা মাঠে নামিয়েছিল, তারাও এখন হতাশ।
ওবায়দুল কাদের বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। তাদের (বিএনপি) ভুল রাজনীতির জন্য অনেক মানুষ সরে গেছে। পরিণত বয়সে শাহজাহান ওমর যেমন বের হয়ে এসেছে। ভেতরে ভেতরে অনেক মানুষ আছে যারা বলছে- আর জীবনেও বিএনপি করবো না।
তারা নিজেরাই নিজেদের স্বার্থে তারা তাদের দলের ভুল নীতির জন্য সর্বনাশা ভুল নীতি তাদের দলের মধ্যেও বিভেদ ‍সৃষ্টি করেছে।


Side banner
Link copied!