• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৫৫ এএম
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।

নিহত আউয়ালের চাচাতো ভাই জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল।

তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোন দিয়ে জানান, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Side banner
Link copied!