• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:০৩ পিএম
হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালক, সহকারী ও যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

বাসের চালক জানান, প্রতিদিনের মতো তিনি আলিফ পরিবহনের বাসটি নিয়ে মিরপুর-সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাত নেড়ে বাস থামানোর সংকেত দেন। বাস থামানোর সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা চালক ও তার সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেয়। হঠাৎ এই হামলায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে তারা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান।

চালকের ভাষ্য অনুযায়ী, যাত্রীদের নামিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা প্রথমে বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে তারা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। ফলে অল্প সময়ের মধ্যেই বাসটি আগুনে পুড়ে যায়।

আলিফ পরিবহন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সম্প্রতি নেছার নামে স্থানীয় এক ব্যক্তি চাঁদার দাবিতে পরিবহনের কর্মচারীদের উপর হামলা চালিয়েছিল। তাদের দাবি, শুক্রবারের অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনার সঙ্গেও ওই নেছারের সম্পৃক্ততা থাকতে পারে।

ঘটনার পরপরই মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা বা চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


Side banner
Link copied!