• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঢাকায় আবারও সোনার দোকানে চুরি, মালিবাগে ৫০০ ভরি সোনা লুট


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১২:০৩ পিএম
ঢাকায় আবারও সোনার দোকানে চুরি, মালিবাগে ৫০০ ভরি সোনা লুট

রাজধানীতে সোনার দোকানে চুরির ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। যাত্রাবাড়ীতে চুরির ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার মালিবাগের একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামক একটি দোকানে। দোকান মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে চোরচক্র দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে পুরো দোকান খালি করে ফেলে।


সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরচক্রের অন্তত দুই সদস্য বোরকা পরে দোকানের সামনে আসে এবং পরিকল্পিতভাবে তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কিছু সময়ের মধ্যেই তারা দোকানে রাখা ৪০০ ভরি সোনার অলংকার, ১০০ ভরি বন্ধকী সোনা, এবং ৪০ হাজার টাকার মতো নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

দোকান মালিক জানান, “প্রতিদিনের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি সবকিছু খালি। দোকানের এক টুকরো জিনিসও অবশিষ্ট নেই।”


ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং চোরদের শনাক্তে তদন্ত শুরু করেছে মালিবাগ থানা পুলিশ।

এক কর্মকর্তা জানান, “ঘটনার ধরন দেখে মনে হচ্ছে, এটি পেশাদার একটি চোরচক্রের কাজ। তারা বেশ কৌশলে চুরি করেছে এবং নিজেদের চিহ্ন আড়াল করতেই বোরকা ব্যবহার করেছে।”


Side banner
Link copied!