
২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল ও ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) আজ রাজধানীর পুরানা পল্টন নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএফএ চেয়ারম্যান ওয়ালিউর রহমান। তিনি বলেন বাংলাদেশে সার সংকট সৃষ্টির লক্ষে গত ফ্যাসিবাদ সরকারের কুচক্রি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা কৃষকদের মাঝে ভুল মেসেজ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান। চেয়ারম্যান আরো বলেন ২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রেখে এবং ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে, বর্তমানে সারা বাংলাদেশের সারের ডিলারেরা অসহায় ভাবে দিনযাপন করছে। তিনি সারের কমিশন বৃদ্ধির সাথে ডিলারদের প্রাপ্য কমিশন বৃদ্ধির দাবি জানানl অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনভাইস প্রেসিডেন্ট কেএম ওয়ালিউর রহমান বাবুল, সিরাজুল ইসলাম বিদুৎ পরিচালক একেএম হারুন অর রশিদ, লিটন কুমার দাস, নুরুল আলম, ফরহাদ হোসেনসহ সারা বাংলাদেশের জেলা ও উপজেলার সারের ডিলারগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :