• ঢাকা
  • শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১ মাঘ ১৪৩২

বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:১৯ এএম
বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানী থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুবীর বিশ্বাস (৩০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, খবর পেয়ে উত্তর বাড্ডার একটি বাসার নয়তলার ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


Side banner
Link copied!