• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

আলবার অবসরের ঘোষণা, আবেগাপ্লুত মেসি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১২:৩৮ পিএম
আলবার অবসরের ঘোষণা, আবেগাপ্লুত মেসি

ইন্টার মায়ামির স্প্যানিশ তারকা জর্দি আলবা পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে মাঠের বিদায় জানাবেন ৩৬ বছর বয়সী এই লেফটব্যাক।

মঙ্গলবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানান আলবা। তিনি লেখেন, ‘সময় এসেছে আমার জীবনের সত্যিকারের অর্থপূর্ণ অধ্যায়ের ইতি টানার। পূর্ণ আত্মবিশ্বাস, শান্তি ও আনন্দের সঙ্গে এই মৌসুম শেষে আমি পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছি।’

২০১২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ছয়বার লা লিগা, পাঁচবার কোপা দেল রে, চারবার স্প্যানিশ সুপার কাপ, একবার করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেন আলবা। স্পেনের হয়ে ২০১২ সালে ইউরো জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ৯ গোল করেছেন তিনি।

গত বছর বার্সেলোনা ছেড়ে আলবা যোগ দেন ইন্টার মায়ামিতে, যেখানে তাঁর সতীর্থ ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটস।

বন্ধুর বিদায়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘জর্দি, ধন্যবাদ তোমাকে। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে থাকার পর বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে। এখন আমার পাসগুলো ফিরিয়ে দেবে কে?’


Side banner
Link copied!