• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে দৈনিক আমাদে সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৭:১০ পিএম
সিরাজগঞ্জে দৈনিক আমাদে সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি - সংগৃহীত

সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে নতুন ধারার আধুনিক বাংলা সংবাদপত্র দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সিরাজগঞ্জপ্রেসক্লাব ভবনে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম পর্বে আলোচনা ও দ্বিতীয় পর্বে কেক কর্তন করে পত্রিকাটির শুভ জন্মদিন পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-২আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু।প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন তেলাওয়াত ,মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সকল গণমাধ্যমকর্মিদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি,হেলাল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য বাবু ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস রবিন,সাবেক সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক,জেলা বাসদ আহবায়ক কমরেড নবকুমার কর্মকার,জেলা উদীচী শিল্পীগোষ্ঠির সাধারন সম্পাদক মইনুল ইসলাম লিমন,সিরাজগঞ্জ জেলাপরিষদ সদস্য একরামুল হক ,আমাদের সময় তাড়াশ উপজেলা প্রতিনিধি সাবিবর আহম্মেদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আধুনি বাংলা পত্রিকার মধ্যে দৈনিক আমাদের সময় পত্রিকায় অন্যরকম পাঠকীয় স্বাদের আভা থাকে। অনেক পত্রিকা বের হয় বন্ধুও হয়। কিন্তু আমাদের সময় পত্রিকাটি প্রথম থেকে নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও পাঠকের তৃপ্তি মেটাতে যথেষ্ট যোগ্যতার পরিচয় রেখেছে। আগামিতে দেশের উন্নয়ণ ,সমস্যা ও সম্ভবনার নতুন দিক তুলে ধরে তথ্যবহুল সংবাদ উপহার দিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণি ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনের আগমুহুর্ত দেশের রাজনৈতিক অঙ্গনে ত্রুটি বিচ্চুতি তুলে ধরে নির্বাচন সফল ও সুন্দর করতেগণমাধ্যম কর্মিদের বিশেষ ভুমিকা রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানের প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা,ভোরের ডাক প্রত্রিকার স্টাফরিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, দৈনিক আজকালের খবর জেলাপ্রতিনিধি জহুরুল ইসলাম,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ,দি- ইনডিপেন্ডেন্ট প্রতিনিধি নজরুল ইসলাম,দৈনিক আমাদের সময় উল্লাপাড়া প্রতিনিধি আব্দুস সাত্তার,রায়গঞ্জ প্রতিনিধি আশরাফ আলী, এসএ টিভি প্রতিনিধি রহমত আলী, দি গুড মর্নিং জেলাপ্রতিনিধি এইচ এম মুন্না,বাংলাদেশ নিউজ সিন্ডেকেট প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি রফিকুল ইসলাম,দৈনিক নবরাজ প্রতিনিধি মোস্তাক আহমেদ নওশাদ,বিজয় টিভি প্রতিনিধি রোমান আহমেদ,বাংলাদেশ টুডে প্রতিনিধি বদরুল আলম,আরটিভি প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয়,বৈশাখী টিভি প্রতিনিধি সুজিত সরকার,দৈনিক ভোরের দর্পন জেলা প্রতিনিধি এসএম আল আমিন,আনন্দ টিভি প্রতিনিধি সাধন দাস,দেশ টিভি প্রতিনিধি সায়েম উদ্দিন,দৈনিক মানব জমিন প্রতিনিধি সুজন সরকার,দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন,গ্লোবাল টিভি প্রতিনিধি
আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে কেক কর্তন করে প্রতিষ্ঠা বার্ষিকীর  আনন্দ ভাগভাগিতে করেন। 
 


Side banner
Link copied!