• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

দক্ষিণ নারায়নপুর সপ্রাবির প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৪:৫৭ পিএম
দক্ষিণ নারায়নপুর সপ্রাবির প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি - সংগৃহীত

মতলব দক্ষিণ উপজেলার ১২নং দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। 

১৯ নভেম্বর রবিবার বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা জয়ন্তী ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে,  গিলেতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন নিয়া, পশ্চিম নাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামানসহ এসএমসির সদস্য, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

এ সময় বিদয়ী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার অশ্রু সজল নয়নে বলেন আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কাজের মাঝে আমার কথায় যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন । আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ।
 


Side banner
Link copied!