• ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শরীয়তপুর পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:১৯ এএম
শরীয়তপুর পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

শরীয়তপুর পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মোঃ আজমল হোসেন। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)বিকাল সাড়ে তিন ঘটিকার সময় শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),মোঃ আজমল হোসেন, ঢাকা বিভাগ।ভূমি অফিস পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, মোঃ মাসুদুল  আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), শরীয়তপুর।ইলোরা ইয়াসমিন,উপজেলা নির্বাহী অফিসার,শরীয়তপুর সদর।নাফিস এলাহী,সহকারী কমিশনার (ভূমি),শরীয়তপুর সদর উপজেলা।ভূমি অফিস পরিদর্শন কালে প্রধান অতিথি  মোহাম্মদ আজমল হোসেনকে ফুল দিয়ে সম্মান জানান পালং ইউনিয়ন ভূমি অফিসের সুযোগ্য ভূমি  কর্মকর্তা মোঃ শাহ আলম চৌকিদার। গত বৃহস্পতিবার পালং ভূমি অফিসে ভূমি সেবা নিতে আসা এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন,পালং  ভূমি অফিসের স্যার শাহা আলম চৌকিদার অত্যন্ত ভালো মানুষ এবং দক্ষ,তার আচার  ব্যবহার খুবই ভালো।আমাদের মতন সাধারণ জনগণ সেবানিতে এসে তার কাছে কোন হয়রানি শিকার হয় না। এরকম সৎ ও দক্ষ স্যার যদি থাকে তাহলে শরীয়তপুর সদর পৌরসভা বাসি এবং পালং ইউনিয়নের সাধারণ জনগণ ভূমি সেবায় অত্যন্ত উপকৃত হবে।
 


Side banner
Link copied!