• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

হবিগঞ্জে জলাতংক টিকা প্রদান ও আলোচনা সভা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:০০ পিএম
হবিগঞ্জে জলাতংক টিকা প্রদান ও আলোচনা সভা

হবিগঞ্জে জলাতংক টিকা প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

রোববার দুপুরে বিশ্ব জলাতংক দিবস ২০২৫ উপলক্ষে দুপুরে জেলা প্রাণীসম্পদ কর্মকতার্র কাযার্লয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রানীসম্পদ কর্মকতার্ ডাঃ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, আধুনিক সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ আব্দুল রাজ্জাক।

প্রেজেন্টর হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ডাঃসালাউদ্দিন ইউসুপ। 

প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস বলেন কুকুর, বিড়াল, শিয়াল,বেজি, বাদর ও বাদুর হতে সাবধান থাকতে হবে। 
এগুলো কামড় দিলে তাড়াতাড়ি জলাতংক টিকা নিতে হবে। না নিলে ১ সপ্তাহের মধ্যে রোগীর মৃত্যু ঘটে। তাছাড়া এ রোগী পাগলের মতো পাগলামি করবে। 
উল্লেখ্য হবিগঞ্জে কুকুরের উপদ্রব বেশী। তাই প্রাণী সম্পদ ও পৌরসভার উদ্যোগে কুকুর নিধন চলবে।
 


Side banner
Link copied!